শিলিগুড়ি, ১৬ অক্টোবরঃ ন্যায্য বোনাসের দাবিতে অবস্থান বিক্ষোভে সামিল হল হলদিয়া প্রিসিশন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেডের ওয়ার্কারস অ্যান্ড স্টাফ ইউনিয়নের শ্রমিকেরা।
শ্রমিকদের দাবী, তারা দীর্ঘদিন ধরে ২০ শতাংশ হারে বোনাস পেয়েছিল।কিন্তু এবার মালিক কর্তৃপক্ষ তাদের বোনাসের হার কমিয়ে ৮.৩৩ শতাংশ বোনাস ঘোষনা করেছে।এই নিয়েই মালিক এবং শ্রমিক উভয়পক্ষের মধ্যে বিবাদ শুরু হয়।
শ্রমিকপক্ষের ইউনিয়ন নেতা তথা ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক আইএনটিটিইউসি সভাপতি সুকান্ত কর জানান, তারা কোনো মতেই ২০ শতাংশের এর কম বোনাস মেনে নেবেন না।এই কারণেই কারখানার সামনে বিক্ষোভ দেখাতে থাকেন শ্রমিকেরা।
অবশেষে মালিক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসেন ডাবগ্রাম ফুলবাড়ি আইএনটিটিইউসি সভাপতি সুকান্ত কর এবং ফুলবাড়ি আইএনটিটিইউসি সভাপতি ইয়ানূল হক মুন্সী।উভয়পক্ষের মধ্যে আলোচনার পর সুকান্ত বাবু কর জানান, মালিক কর্তৃপক্ষ আমাদের কথা শুনেছেন এবং বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করবেন বলে জানিয়েছেন।কর্তৃপক্ষর এই সিদ্ধান্তের পর আজকের মত অবস্থান বিক্ষোভ কর্মসূচি তুলে নেওয়া হয়।