শিলিগুড়ি,২৬ নভেম্বরঃ আজ কেন্দ্রীয় নানা নীতির বিরুদ্ধে ও দাবিদাওয়া নিয়ে দেশজুড়ে বামেদের পাশাপাশি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশেনের তরফে বনধ ডাকা হয়েছে।সকাল থেকে বনধের মিশ্র প্রভাব শিলিগুড়িতে। সরকারি বাস, যান চলাচল স্বাভাবিক থাকলেও বন্ধ দোকানপাট।
বিধান মার্কেট সহ বেশকিছু বাজার পুরোপুরি বন্ধ।এদিন জংশন এলাকা ছিল স্বাভাবিক।বিভিন্ন রুটের বাস তেনজিং নোরগে বাসস্ট্যান্ড থেকে ছাড়ে ও পাহাড়গামী গাড়ি চলাচলও স্বাভাবিক ছিল।
বৃহস্পতিবার বেলা বাড়তেই রাস্তায় নামেন বনধ সমর্থনকারীরা।হিলকার্ট রোডে বামেদের দলীয় কার্যালয় অনীল বিশ্বাস ভবনের সামনে থেকে মিছিল করেন বাম নেতা কর্মীরা। সকাল থেকে কার্যালয়ের সামনেই হাজির ছিলেন বাম নেতৃত্বরা।
অন্যদিকে মাল্লাগুড়ি, কোর্টমোড় থেকেও মিছিল করেন সমর্থনকারীরা।বর্ধমান রোড, এস এফ রোড, হাকিমাপাড়াতেও যান সমর্থনকারীরা৷ সেখানে বেশকিছু ব্যাঙ্ক, দোকান, শপিং মল বন্ধ করে দেন সমর্থনকারীরা। অনীল বিশ্বাস ভবনের সামনে হিলকার্ট জুড়েও গাড়ি চলাচল আটকে দেন বাম নেতা কর্মীরা। ঘুরিয়ে দেওয়া হয় সমস্ত গাড়ি।বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বনধের প্রভাব দেখা যায় শহরে।
এদিকে গেট বাজারেও রাস্তায় নামেন সিপিএমের এনজেপি লোকাল কমিটির সদস্যরা।অন্যদিকে এনজেপি স্টেশনে বনধের আংশিক প্রভাব দেখা গিয়েছে।।ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও প্রায় যাত্রীশূন্য ছিল স্টেশন চত্বর।