বন্ধ জিম, তবে শরীর রাখতে হবে ফিট! বাইক ছেড়ে তাই সাইকেলমুখো যুবরা

শিলিগুড়ি,২৭ মেঃ সাইকেল চালিয়ে চলছে শরীরচর্চা। বর্তমানে করোনা পরিস্থিতিতে সরকারি নির্দেশে বন্ধ রয়েছে জিম। তবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আবার শরীরচর্চা করে বাড়িয়ে তুলতে হবে রোগ প্রতিরোধ ক্ষমতা। এই অবস্থায় সাইকেল চালিয়েই শরীর ফিট রাখার সিদ্ধান্ত নিল শিলিগুড়ির যুব দল। নিয়ম করে দিনে দুবেলা দল বেধে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ছেন তারা। কখনও শহরের মধ্যেই আবার কখনও বা শহরের একটু বাইরে চলে যাচ্ছে তারা।


এই দলেরই একজন শুভম ঘোষ জানান, ছোটবেলায় সাইকেল চালানোর একটা ধুম সকলের মধ্যেই থাকে। তবে বয়স বাড়তেই সাইকেল ছেড়ে মোটরবাইকের দিকে ঝোঁক বাড়ে। তবে বর্তমান পরিস্থিতিতে বিনা কারনে বাড়ি থেকে বের হওয়া বারণ, আবার শরীরকেও সুস্থ রাখতে হবে। যেকারনেই আবার সাইকেলের দিকে ফিরে যাওয়া। তিনি আরও জানান, নিয়ম মেনে তারা সকাল এবং সন্ধ্যে দুবেলা সাইকেলিং এ বেরিয়ে পড়ছেন। মুখে মাস্ক পড়ে এবং নির্দিষ্ট দূরত্ব মেনেই তারা শরীরচর্চা চালাচ্ছেন।

অন্যদিকে সমীর আইচ জানান, রোজই প্রায় ৪০-৫০ কিলোমিটার সাইকেল চালাচ্ছেন তারা। প্রথমে কয়েকজন মিলেই এই উদ্যোগ নেওয়া হয়, পরবর্তীতে ধীরে ধীরে তাদের দলে যুবদের সংখ্যা বাড়ছে। তিনি আরও জানান,লকডাউন উঠে গেলে সবাই আবার গতানুগিতকভাবেই কর্মক্ষেত্রে ব্যাস্ত হয়ে পড়বে। তবে তার মধ্যেও সময় বের করে সাইকেল চালিয়ে শরীর ফিট রাখার চেষ্টা তারা চালাবেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasicasibom 726Onwincasibom girişcasibomholiganbetbets10onwin girişcasibomJOJO BET