শিলিগুড়ি,৩ ডিসেম্বরঃ আড়াই মাইল সংলগ্ন এলাকায় একটি বন্ধ হিমঘরে অগ্নিকান্ডের ঘটনা।ঘটনায় হিমঘরের ভেতরে থাকা সমস্ত জিনিস পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে।যদিও ঘটনায় কোনও হতাহতের খবর নেই।
জানা গিয়েছে, আজ ভোরে ওই বন্ধ হিমঘরটির ভেতর থেকে কালো ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা।এরপরই ঘটনার খবর দেওয়া হয় দমকলে।খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌছায়।দমকল কর্মীদের কয়েক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এদিকে স্থানীয়রা জানান,দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে এই হিমঘরটি।বর্তমানে প্রায় সন্ধ্যায় এখানে অসামাজিক কাজকর্ম হয়ে থাকে।গতকালও ওখানে আড্ডা বসেছিল। স্থানীয়দের অনুমান, সম্ভবত ওই হিমঘরের ভেতরে জ্বলন্ত সিগারেট বা কোনও দাহ্য পদার্থ ভেতরে ফেলা হয়েছিল।যে কারণে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।