রাজগঞ্জ, ৩ এপ্রিলঃ বন্ধ রায়পুর চা বাগানের শ্রমিকদের রান্না করা খাবার তুলে দিলেন বেলাকোবা রেঞ্জের বনকর্মীরা। শুক্রবার প্রায় ৬০০ শ্রমিকের হাতে খাবারের প্যাকেট তুলে দেওয়া হয়।
জানা গিয়েছে, জলপাইগুড়ি জেলার সদর ব্লকের পাতকাটা গ্রাম পঞ্চায়েত এলাকার রায়পুর চা বাগান প্রায় দুই বছর থেকে বন্ধ। ফলে সমস্যার মধ্যে দিন কাটাচ্ছেন ছয় শতাধিক শ্রমিক। লকডাউন শুরু হওয়ায় মাথায় পাহাড় ভেঙ্গে পড়েছে শ্রমিকদের। এদিন ওই শ্রমিকদের পাশে দাঁড়ান বেলাকোবা রেঞ্জ অফিসের বনকর্মীরা।
রেঞ্জ অফিসার সঞ্জয় দত্তের উদ্যোগে শ্রমিকদের হাতে তুলে দেওয়া হয় রান্না করা খাবার। ভাত, সোয়াবিন এবং ডিমের তরকারি সহযোগে খাবারের প্যাকেট তাদের হাতে তুলে দেওয়া হয়।