শিলিগুড়ি, ১৩ ডিসেম্বরঃ জুয়া নিয়ে বন্ধুর সঙ্গে বিবাদ, এরপর হামলা।বন্ধুকে হামলার অভিযোগে এক বন্ধুকে গ্রেফতার করলো ভক্তিনগর থানার পুলিশ।পলাতক আরেকজন।ধৃতের নাম অজয় বিশ্বাস।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৯ ডিসেম্বর ভুপেন্দ্রনগর এলাকায় জুয়া নিয়ে অজয় বিশ্বাস এবং সঞ্জয় বিশ্বাস নামে দুই ভাইয়ের সঙ্গে সমীর দে এর বিবাদ হয়।অভিযোগ, দুই ভাই সমীরকে ধারালো অস্ত্র দিয়ে হামলা করে।ঘটনায় সমীর দে গুরুতর জখম হয়।
পরবর্তীতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সমীর দে।তদন্তে নেমে অজয় বিশ্বাসকে গ্রেফতার করে পুলিশ।তার ভাই সঞ্জয় এখনও বিশ্বাস পলাতক।
ধৃতকে আজ জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।