ফাঁসিদেওয়া, ৬ জানুয়ারিঃ ব্যাঙ্কে নিরাপত্তারক্ষীর হাত থেকে বন্দুক পড়ে গিয়ে চললো গুলি।ঘটনায় গুলিবিদ্ধ ৫ জন।ফাঁসিদেওয়ার বিধাননগর রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের ঘটনা।
সূত্রের খবর, ব্যাঙ্কের ভেতর দায়িত্বে পালন করছিলেন নিরাপত্তারক্ষী।সেইসময় বন্দুক পড়ে গিয়ে গুলি চলে।এরফলে ব্যাঙ্কে থাকা কয়েকজনের পায়ে গুলি লাগে।এক কিশোরী, ২ মহিলা সহ ৫ জন জখম হন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার পর উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।ইতিমধ্যেই বন্দুকটি বাজেয়াপ্ত করেছে বিধাননগর তদন্ত কেন্দ্রের পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান এসডিপিও নকশালবাড়ি ও সিআই নকশালবাড়ি।আপাতত বন্ধ রাখা হয়েছে রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কটি।
