শিলিগুড়ি, ১৯ আগস্টঃ আজ রাখি বন্ধন উৎসব। গোটা দেশ জুড়ে পালিত হচ্ছে এই উৎসব।ভাইদের হাতে রাখি বেঁধে মঙ্গল কামনা করছেন বোনেরা।কিন্তু শিলিগুড়িতে একটু অন্যরকমভাবে রাখীবন্ধন উৎসব পালন করলো একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
সম্প্রতি আর জি করের ঘটনাকে সামনে রেখে বোনেদের সুরক্ষার স্বার্থে তাদের হাতে রাখি পরালো ভাইয়েরা।এদিন শিলিগুড়ির একটি স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে বোনেদের হাতে রাখী পরানোর ব্যবস্থা করা হয়।
শিলিগুড়ির হাসমি চকে পথ চলতি বোনেদের হাতে রাখি পরান ভাইয়েরা।মূলত নারী সুরক্ষার বার্তা তুলে ধরতেই তাদের এমন উদ্যোগ বলে সংগঠনের তরফে জানা গিয়েছে।