শিলিগুড়ি, ২৬ ডিসেম্বরঃ বাংলাদেশে হিন্দু হত্যা ও হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদ এদেশেও।ভিসা অফিসের পর শিলিগুড়ির পানিট্যাঙ্কি মোড়ে বাংলাদেশের সোনালী ব্যাঙ্ক অভিযান করলো বঙ্গীয় হিন্দু মহামঞ্চ।
এদিন পাকুড়তলা মোড় থেকে মিছিল করে পানিট্যাঙ্কি মোড়ে এসে পৌঁছায় বঙ্গীয় হিন্দু মহামঞ্চের কর্মীরা। সোনালী ব্যাঙ্কের সামনে মোয়াতেন করা হয় পুলিশ বাহিনী।পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় বঙ্গীয় হিন্দু মহামঞ্চের কর্মীদের।ব্যাঙ্কের সামনে বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের প্রধান ইউনূসের কুশপুতুল দাহ করা হয়।
বঙ্গীয় হিন্দু মহামঞ্চের উপদেষ্টা কমিটির সদস্য বিক্রমাদিত্য মন্ডল বলেন, আজ পুলিশ সোনালী ব্যাঙ্ককে নিরাপত্তা দিল।এভাবে আমরা চলতে দেব না।যতদিন না পর্যন্ত বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত হবে ততদিন আন্দোলন চলবে৷আমরা বিভিন্ন চিকিৎসাকেন্দ্র গুলিতে গিয়েও আবেদন জানিয়েছি।
