শিলিগুড়ি, ১ ফেব্রুয়ারিঃ নারী ও শিশু পাচার রোধে বঙ্গরত্ন পেলেন দার্জিলিঙের সমাজসেবী রঙ্গু সৌরিয়া।আজ শিলিগুড়ির বাঘাযতীন পার্কে উত্তরবঙ্গ উৎসবের মঞ্চে তাকে বঙ্গরত্ন সম্মানে সম্মানিত করেন মুখ্যমন্ত্রী।
জানা গিয়েছে, ২০০৪ সাল থেকে এই কাজ করে আসছেন তিনি।এখনও অবধি প্রায় ৮ হাজারের বেশী নারী ও শিশুকে নিষিদ্ধ পল্লী ও বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করেছেন তিনি।তবে এই কাজ করতে গিয়ে বিভিন্ন অসুবিধায় পড়তে হয় এমনটাই জানান তিনি।তবে নারীদের স্বার্থেই এই কাজে নামেন তিনি।
রঙ্গু সৌরিয়া বলেন, এই সম্মান পেয়ে খুব ভালো লাগছে।একজন নারীর হাত থেকে এই সম্মান পেয়ে খুবই খুশি।তিনি আরও বলেন, যাদের আমি উদ্ধার করছি তাদের পরিবার সহজে মেনে নিতে ভয় করে।তাই তাদের শিলিগুড়িতে একটি হোম তৈরি হচ্ছে।উদ্ধার হওয়া মেয়েদের নিয়েও বিভিন্ন পরিকল্পনা রয়েছে।ভবিষ্যতেও আরও কিছু হোম তৈরি করার পরিকল্পনা রয়েছে তার।