ধূপগুড়ি,২৬ ডিসেম্বরঃ মরাঘাট রেঞ্জের বনকর্মীদের বিশেষ অভিযানে উদ্ধার চোরাই জ্বালানি কাঠ।
জানা গিয়েছে, শনিবার সকালে মরাঘাট রেঞ্জের বনকর্মীরা ধুপগুড়ি থেকে নাথুয়া রাজ্য সড়কে চোরাই কাঠ উদ্ধারে অভিযান চালায়।অভিযানের দরুন ৭টি সাইকেল ও প্রায় ১৪ কুইন্টাল জ্বালানি কাঠ উদ্ধার করে বনকর্মীরা।তবে ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি বলে জানা গিয়েছে।