আলিপুরদুয়ার,১২ আগস্টঃ বনবস্তিবাসীদের বিভিন্ন অধিকার রক্ষার দাবিতে আলিপুরদুয়ার শহরে রাভা স্টুডেণ্ট ইউনিয়নের পক্ষ থেকে মিছিল ও বনদপ্তরের বক্সা ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র অধিকর্তার কার্যালয়ে একটি স্মারকলিপি প্রদান করা হল।
এদিন আলিপুরদুয়ার কলেজ হল্ট এলাকা থেকে মিছিল শুরু রাভা স্টুডেণ্ট ইউনিয়ন। পরবর্তীতে তারা বক্সা ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র অধিকর্তা কার্যালয়ে সামনে গিয়ে বিক্ষোভ দেখায় ও স্মারকলিপি প্রদান করে।
রাভা স্টুডেণ্ট ইউনিয়নের নেতৃত্বরা জানান, বনবস্তিবাসীদের অধিকার খর্ব করা হচ্ছে। বনবস্তি এলাকায় কোনো উন্নয়নমূলক কাজ করতে দিচ্ছেনা বনদপ্তর।সেই কারণেই আজকে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি।এছাড়াও বিভিন্ন দাবিতে একটি স্মারকলিপিও প্রদান করা হয়েছে।