রাজগঞ্জ, ২৯ মার্চঃ লকডাউনের জেরে গৃহবন্দী বনবস্তির গরিব পরিবারের পাশে দাঁড়ালেন বেলাকোবা রেঞ্জ ও আমবাড়ি রেঞ্জ অফিসের বনকর্মীরা। রবিবার সরস্বতীপুর এলাকার প্রায় ৪০০ পরিবারের হাতে সাহায্য তুলে দেওয়া হয়।
রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত বলেন, রাজগঞ্জ ব্লকের সরস্বতীপুর এলাকায় বনবস্তি ছাড়াও প্রচুর চা শ্রমিক রয়েছে ।এছাড়া রয়েছে বেশকিছু বিশেষভাবে সক্ষম লোক। অধিকাংশ পরিবার দিনমজুর ।লকডাউনের জেরে একপ্রকার অনাহারে দিন কাটছে তাদের।তাই যৌথ বন পরিচালন কমিটির সঙ্গে আলোচনা করে সাহায্যের সিদ্ধান্ত নেওয়া হয় ।
রেঞ্জার আরও বলেন, আমি ব্যক্তিগতভাবে কিছু সাহায্য করেছি। এছাড়াও বনকর্মীরা সাহায্য করেছেন। সব মিলিয়ে সরস্বতীপুর এলাকার প্রায় ৪০০ পরিবারের হাতে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ৫০০ গ্রাম ডাল এবং ৫০০ গ্রাম সোয়াবিন দেওয়া হয়েছে। এছাড়া সরস্বতী পূজার বাসিন্দাদের জন্য একটি অ্যাম্বুলেন্স দেওয়া হয়।এলাকায় করোনা নিয়ে সচেতনতামূলক প্রচারও করা হয়।