রাজগঞ্জ, ৮ এপ্রিলঃ বনবস্তির দুঃস্থ পরিবারদের জন্য ৯ হাজার কেজি চাল ও ২০০ লিটার সরিষার তেল দিয়ে সাহায্য করলেন বেলাকোবা রেঞ্জ অফিসের বনকর্মীরা। বুধবার রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত এই খাদ্যসামগ্রী যৌথ বন পরিচালন কমিটির হাতে তুলে দেন।
রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত বলেন, আজ মান্তাদাড়ি ও জুয়ালা বাড়ির যৌথ বন পরিচালন কমিটির হাতে ৪০০ পরিবারের জন্য এই খাদ্যসামগ্রী তুলে দেওয়া হল।পরিচালন কমিটিকে এলাকার মানুষের মধ্যে সমানভাবে বন্টন করে দেওয়ার কথা বলা হয়েছে।আগামীতে আরও খাদ্যসামগ্রী দিয়ে সাহায্য করা হবে বলে তিনি জানান।