নকশালবাড়ি,১৪ জুলাইঃ বনমহোৎসব উপলক্ষে আজ টুকুরিয়া ঝাড় বনদপ্তরের তরফে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হল।
এদিন জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটির সদস্যদের হাতে চারগাছ তুলে দেওয়া হয়।বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করা হয়।এছাড়াও বৃক্ষরোপণ এবং বনমহোৎসব সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা হয়।উপস্থিত ছিলেন রেঞ্জার আধিকারিক টিটি ভুটিয়া,বিট আধিকারিক রোশন প্রধান সহ বনকর্মীরা ও জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটির সদস্যরা।