রাজগঞ্জ, ৬ অক্টোবরঃ ২০ শতাংশ বোনাসের দাবিতে বিক্ষোভ দেখালো আমবাড়ির একটি বিস্কুট কারখানার শ্রমিকরা।বুধবার কারখানার সামনে বিক্ষোভে সামিল হন শ্রমিকরা।মালিকপক্ষ আলোচনায় না বসে কারখানা বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ।
জানা গিয়েছে, ওই কারখানায় প্রায় ১৫০ জন শ্রমিক কাজ করে।মঙ্গলবার বোনাসের সমস্যার সমাধান না হওয়ায় বুধবার বৈঠকের কথা ছিল।কিন্তু মালিকপক্ষ বৈঠকে উপস্থিত হয়নি।তাই শ্রমিকরা কারখানার সামনে বিক্ষোভ দেখান।
শ্রমিক ইউনিয়নের জেলা সম্পাদক তপন দে বলেন, শ্রমিকরা ২০ শতাংশ বোনাস দাবি করলেও মালিকপক্ষ ৮.৩৩ শতাংশ বোনাস দিতে চাইছে।মালিকপক্ষ বোনাস নিয়ে বৈঠকের আশ্বাস দিয়েও আসেনি।উল্টে কারখানা বন্ধ করে চলে গিয়েছে।শ্রমিকদের সেপ্টেম্বর মাসের বেতনও দেয়নি।জেলার শ্রমদপ্তরে বিষয়টি জানানো হবে।
কারখানার মালিক বিনিত আগরওয়াল ফোনে জানান, ৯ বছর থেকে সরকারি নিয়ম মেনে ৮.৩৩ হারে বোনাস দেওয়া হচ্ছে।কিন্তু এবছর হঠাৎ ২০ শতাংশ বোনাস দাবি করছে।