বাগডোগরা, ১০ নভেম্বরঃ দীপাবলির আগে বোনাস মেটানোর কথা বলে বেপাত্তা বাগান কর্তৃপক্ষ।বাগডোগরার তিরহানা চা বাগানে বোনাসের দাবিতে বিক্ষোভ দেখালেন শ্রমিকেরা।
জানা গিয়েছে, আজ সকাল থেকেই বেপাত্তা হয়ে যায় বাগান কর্তৃপক্ষ।এদিকে সাতসকালে বোনাসের আশায় বাগানে জড়ো হয়েছিলেন শ্রমিকরা।তবে বাগান কর্তৃপক্ষের দেখা মেলেনি।
গত ২রা নভেম্বর বোনাসের দাবিতে ম্যানেজারকে ঘেরাও করার পর বৈঠক হয়।অভিযোগ, গতকাল রাতেও শ্রমিকদের বোনাস দেওয়া হবে বলে লিখিত দেয় বাগান কর্তৃপক্ষ।লিখিত দেওয়ার পরেও আজ সকাল থেকে বেপাত্তা হয়ে যায় কর্তৃপক্ষ।এরপরই বোনাসের দাবিতে বিক্ষোভে ফেটে পড়েন চা শ্রমিকরা।বোনাস না পেলে আন্দোলন চলবে হুঁশিয়ারি দেন শ্রমিকরা।
এদিন চা শ্রমিকদের পাশে দাঁড়ান তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন।ইউনিয়নের সদস্য নির্জল দে জানান, শ্রমিকদের স্বার্থে তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন রয়েছে।বিষয়টি শ্রমমন্ত্রী ও শ্রম সচিবকে জানানো হয়েছে।শ্রমিকদের দাবীদাওয়া নিয়ে লড়াই চলবে।