দার্জিলিং, ২ অক্টোবরঃ পুজোর এক সপ্তাহ আগেও পাহাড়ের চা শ্রমিকদের বোনাসের দাবি পূরণ হয়নি।২০ শতাংশ বোনাসের দাবিতে এখনও রাজি নয় চা বাগানের মালিক কর্তৃপক্ষ।সোমবার বোনাসের দাবি না মেটায় দার্জিলিঙে বনধের ডাক দিয়েছিল শ্রমিক সংগঠনগুলির যৌথ মঞ্চ।
মঙ্গলবার শিলিগুড়িতে শ্রমিক ভবনে ফের বোনাস নিয়ে আলোচনায় বসা হয়েছিল। যদিও সেখানেও শ্রমিকদের দাবি পূরণ হয়নি। মালিক কর্তৃপক্ষ ১৬ শতাংশ বোনাস দেবে বলে জানায়।
এরপরই বুধবার সকালে দার্জিলিং শহরে আন্দোলনের ডাক দেওয়া হয়। বুধবার দার্জিলিং স্টেশন থেকে চক বাজার পর্যন্ত মিছিল করা হয়েছে। চক বাজারে সমাবেশও করা হয়। বোনাসের দাবি না মেটা পর্যন্ত আন্দোলন চলবে বলেই জানানো হয়েছে।
এদিনে মিছিলে সিটু, হামরো পার্টি সহ বিভিন্ন দলের নেতা কর্মীরাও শ্রমিকদের সঙ্গে যোগ দেন।মিছিল, সমাবেশের পাশাপাশি দার্জিলিঙে রাস্তায় বসেও বিক্ষোভ কর্মসূচী চলে।