শিলিগুড়ি, ১৯ জুনঃ এখনও বিদায় নেয়নি করোনা।দেশের বিভিন্ন জায়গায় করোনা আক্রান্ত হচ্ছেন মানুষ।সাবধানতার লক্ষ্যে বুস্টার ডোজ ও মাস্ক পরার কথা জানালেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের ডিন ডঃ সন্দীপ সেনগুপ্ত।
এদিন ডঃ সন্দীপ সেনগুপ্ত বলেন, কিছু ক্ষেত্রে এখনও মানুষের কোভিড হচ্ছে।দেশের বিভিন্ন জায়গায় করোনা আক্রান্ত হচ্ছেন অনেকে।বর্তমানে কোভিডের মারণ ক্ষমতা কমেছে কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।ভিড় জায়গা গুলি এড়িয়ে চলুন।অনেকেই বুস্টার ডোজ নিতে অনিহা প্রকাশ করছেন।সকলকে সময়মতো বুস্টার ডোজ নেওয়ার আবেদন জানান তিনি।