রাজগঞ্জ, ২৫ ডিসেম্বরঃ বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে বড়দিন অর্থাৎ ক্রিসমাস পালন করলো ভোরের আলো থানার পুলিশ।
জানা গিয়েছে, এদিন রাজগঞ্জের বাখোয়াবাড়ির হাওড়া সাউথ পয়েন্ট হ্যান্ডিক্যাপড্ চিলড্রেন হোমের শিশুদের নিয়ে ক্রিসমাস পালন করে ভোরের আলো থানার পুলিশ।
এদিন ভোরের আলো থানার ওসি সন্দীপ দত্ত সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা হোমের শিশুদের হাতে কেক, ফুল তুলে দেন।এছাড়াও এদিন বিভিন্ন চার্চে গিয়ে ফুল, কার্ড ও কেক তুলে দেন ভোরের আলোর পুলিশকর্মীরা।