বড়দিনে জমজমাট শিলিগুড়ির বেঙ্গল সাফারি

শিলিগুড়ি,২৫ ডিসেম্বরঃ বড়দিনে ঘুরতে যান না এমন মানুষ বোধহয় খুব কমই রয়েছেন।আর এখন ছুটির দিন আসলেই শহরবাসী ও পর্যটকদের কাছে আকর্ষণ শিলিগুড়ির অদূরে বেঙ্গল সাফারি।খোলা জঙ্গলে বাসে বসে বন্যপ্রাণী দেখার টানে ছুটে যান অনেকেই।তবে করোনার কারণে এবছর ছবিটা আলাদা হলেও ভিড় নেহাত কম নয়।


শুক্রবার সকাল থেকেই ভিড়ে ঠাসা বেঙ্গল সাফারি পার্ক।সকাল থেকেই শহরবাসীর পাশাপাশি পর্যটকদের ভিড় পার্কে। প্রতিবছরই বড়দিনের আগে বেঙ্গল সাফারি পার্ক সাজিয়ে তোলা হয়। এবছরও কচিকাঁচাদের কথা ভেবে আকর্ষণীয় ভাবে সাজিয়ে তোলা হয়েছে।ক্রিসমাস ট্রি, লাইট দিয়ে পার্কের প্রবেশ পথ সাজানো হয়েছে।শিশুদের সান্তাক্লজ টুপিও দেওয়া হয় পার্কের তরফে।

আগামী কয়েকদিন বেঙ্গল সাফারি পার্কে এমনই ভিড় থাকবে বলে আশায় বনকর্তারা।যেকারণে নতুন বছরকে স্বাগত জানাতেও তৈরি বেঙ্গল সাফারি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *