রাজগঞ্জ, ১১ জুনঃ বর্ষা পরবর্তী রোগ প্রতিরোধে আগাম প্রস্তুতি নিতে বৈঠক রাজগঞ্জ ব্লক রোগী কল্যাণ সমিতির।শনিবার রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালের সভাকক্ষে বৈঠক করা হয়।
বিএমওএইচ অঙ্কর দাস কর্মকার বলেন, বর্ষাকাল ও বর্ষা পরবর্তী সময়ে ডেঙ্গু-ম্যালেরিয়া ও টাইফয়েড সহ বেশকিছু রোগের প্রকোপ দেখা যায়।তাই আগাম প্রস্তুতি হিসেবে কি কি করণীয় সেব্যাপারে বৈঠকে আলোচনা করা হল।এই বিষয়ে সচেতনতামূলক শিবির ছাড়াও আশাকর্মী ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে বাড়ি-বাড়ি সচেতনতামূলক প্রচার করা হবে।
এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন রাজগঞ্জ ব্লক রোগী কল্যাণ সমিতির সভাপতি তথা বিধায়ক খগেশ্বর রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা রায়, জয়েন্ট বিডিও জয়ন্ত দত্ত, ব্লক স্বাস্থ্য আধিকারিক(বিএমওএইচ)অঙ্কর দাস কর্মকার সহ অন্যান্যরা।
