শিলিগুড়ি, ৫ আগস্ট: সাফাই কর্মীদের বর্ষাতি প্রদান করলেন পুরনিগমের ৩৪ নম্বর ওয়ার্ডের কো- অর্ডিনেটর গোলাপ রায়।
জানা গিয়েছে, বুধবার তার নিজস্ব ভবনে একটি ছোট্ট অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরনিগমের মোট ৩৮জন সাফাই কর্মীকে বর্ষাতি প্রদান করেন তিনি।
বর্ষার সময় এলাকার সাফাই কাজ যাতে থমকে না থাকে এবং নাগরিক পরিষেবা সচল রাখতেই এদিন সাফাই কর্মীদের বর্ষাতি বিতরন করা হয়।
