খড়িবাড়ি,২৬ আগস্টঃ লাগাতার বৃষ্টিতে জল-কাদায় বেহাল খড়িবাড়ি ব্লকের অন্তর্গত বিন্নাবাড়ি পঞ্চায়েতের দেবীগঞ্জ থেকে ডাঙ্গুজোত পর্যন্ত রাস্তা।সমস্যায় সাধারণ মানুষ।শীঘ্রই রাস্তা মেরামতের দাবি স্থানীয়দের।
স্থানীয় বাসিন্দা বিশ্বজিৎ ঘোষ বলেন, দীর্ঘদিন ধরেই রাস্তার এমন হাল।বর্ষায় আরও খারাপ পরিস্থিতি নেয়।প্রশাসনের এদিকে কোনও নজর নেই।এই রাস্তা দিয়ে প্রতিদিন প্রচুর গাড়ি যাতায়াত করে।রাস্তায় বড়-বড় গর্ত রয়েছে।বৃষ্টিতে সেই গর্তগুলিতে জল জমে থাকে।যে কারণে পথ দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
এদিকে রাস্তার এমন অবস্থার জেরে সমস্যায় এলাকার টোটো চালকেরাও। তারা জানান, রাস্তার অবস্থা খুবই খারাপ।এমন পরিস্থিতিতে টোটো উলটে দুর্ঘটনাগ্রস্ত হওয়ার সম্ভাবনা প্রবল।আমরা চাই শীঘ্রই এই রাস্তা মেরামত করা হোক।