চাল বোঝাই ট্রাক থেকে উদ্ধার বস্তাবন্দি শতাধিক পায়রা, গ্রেফতার ২

শিলিগুড়ি, ২৮ অক্টোবরঃ চাল বোঝাই ট্রাকে বস্তাবন্দি করে নিয়ে যাওয়া হচ্ছিল শতাধিক পায়রা।নাকা তল্লাশির সময় ট্রাকটিকে আটক করলো পুলিশ।ঘটনায় গ্রেফতার ২ যুবক।ধৃতদের নাম মহম্মদ ফিরদৌস ও আখতার হোসেন।


জানা গিয়েছে, ফুলবাড়িতে চলছিল এনজেপি থানা পুলিশের নাকা তল্লাশি।সেইসময় একটি চালবোঝাই ট্রাকের উপর কয়েকটি বস্তা নড়াচড়া করছিল।বিষয়টি নজরে আসতেই সন্দেহ হয় পুলিশ কর্মীদের।তৎক্ষণাৎ ওই ট্রাকটিকে দাঁড় করিয়ে তল্লাশি নেওয়া হয়।৬টি বড় বড় বস্তার ভেতর থেকে উদ্ধার হয় প্রচুর পায়রা।

পুলিশের জিজ্ঞাসাবাদে দুই যুবক জানায়, পায়রাগুলি করণদীঘি থেকে নিয়ে আসছিল তারা।সরকারি আইন অমান্য করে লাইভ স্টক পারমিট ছাড়া পায়রা নিয়ে আসার অভিযোগে গ্রেফতার করা হয় দুই যুবককে। এরপর বনবিভাগকে খবর দেয় এনজেপি থানার পুলিশ।খবর পেয়ে ছুটে আসে ডাবগ্রাম বনবিভাগের কর্মীরা।বস্তাবন্দী শতাধিক পায়রা সহ দুই অভিযুক্তকে বনবিভাগের হাতে তুলে দেয় এনজেপি থানার পুলিশ।


বনবিভাগ সূত্রে খবর, ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হবে।এরপর পরবর্তী শুরু করা হবে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *