শিলিগুড়ি, ৯ ডিসেম্বরঃ বুধবার সমতলের বেশকয়েকটি গুম্ফা পরিদর্শন করলেন বুদ্ধিস্ট সেলের কো অর্ডিনেটর নিমা ওয়াঙদি শেরপা।
জানা গিয়েছে, এদিন রাজ্য উদবাস্তু সেলের চেয়ারম্যান মুকুল বৈরাগ্য সহ বুদ্ধিস্ট সেলের অন্যান্য সদস্যদের নিয়ে নকশালবাড়ি,পানিঘাটা,দুধিয়ার বেশকয়েকটি গুম্ফা পরিদর্শন করেন নিমা ওয়াঙদি শেরপা।বাগডোগরার ভুট্টাবাড়ি এলাকায় গুম্ফা তৈরির জন্য ফাঁকা জমি রয়েছে।সেখানে নতুনভাবে গুম্ফা তৈরির আশ্বাস দেন তিনি।
নিমা ওয়াঙদি শেরপা বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে শেরপা বোর্ডের চেয়ারম্যানের পদ সামলে এসেছি।এবারে বুদ্ধিস্ট সেলের দায়িত্বভার পেয়েছি।পাহাড়, তরাই, ডুয়ার্সের সমস্ত বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষদের একই ছাতার তলায় নিয়ে আসার চেষ্টা চালাচ্ছি।গোটা রাজ্যের পিছিয়ে পরা বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষদের পাশে থেকে উন্নয়ন করে যাওয়াটাই মূল লক্ষ্য। বিধানসভা ভোটেও এর সুফল মিলবে বলেও আশাবাদী তিনি।।।