শিলিগুড়ি,২৯ জুনঃ বয়স মাত্র ২৩ বছর। পড়াশোনার পাশাপাশি এবার নেমে পড়েছেন রাজনীতির ময়দানে। এই বয়সে গ্রামের মানুষের স্বার্থে কাজ করার জন্য পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হয়েছেন ২৩ বছরের পূর্ণিমা মল্লিক। তিনি এবার পঞ্চায়েত নির্বাচনের ফুলবাড়ি ১ নং গ্রাম পঞ্চায়েতের ৩৩ নম্বর আসনে বিজেপির পঞ্চায়েত সমিতির প্রার্থী। পড়াশোনার পাশাপাশি সকাল থেকে সন্ধ্যা বাবা ও সহকর্মীদের সঙ্গে ভোটের প্রচারে সারছেন কনিষ্ঠা এই প্রার্থী ।
বাবা সূর্য মল্লিক দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত। ছোট বেলা থেকেই বাবার হাত ধরে দলের মিটিং মিছিলে যেতেন ছোট্ট পূর্ণিমা। এবার বিজেপি তাকে পঞ্চায়েত সমিতির প্রার্থী করেছে। সকাল থেকে সন্ধ্যা বাড়ি-বাড়ি ভোট প্রচারে দেখা যাচ্ছে পূর্ণিমাকে।
পূর্ণিমা জানান, আমি ভোটে জিতে আসলে শিক্ষায় দুর্নীতি নিয়ে যুব সমাজের তরফে প্রতিবাদ গড়ে তুলবো।পাশাপাশি বাবার দেখানো পথেই সমাজের অবহেলিত মানুষগুলির জন্য কিছু করার চেষ্টা করব।