শিলিগুড়ি, ২৭ ফেব্রুয়ারিঃ সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ে শিলিগুড়ির বয়েজ হাইস্কুল তথা দীনবন্ধু মঞ্চ এলাকা।সেখানে সঠিক নিকাশি ব্যবস্থা না থাকার ফলে এই সমস্যার মধ্যে পড়তে হয় শহরবাসীকে।এই সমস্যা সমাধানে উদ্যোগী হল শিলিগুড়ি পুরনিগম।
এদিন এলাকা পরিদর্শনে যান শিলিগুড়ির মেয়র গৌতম দেব।দ্রুত এই সমস্যার সমাধানের আশ্বাস দেন তিনি।এদিন মেয়র বলেন, প্রত্যেকবার বর্ষায় সামান্য বৃষ্টিতে এলাকায় হাটুজল হয়ে যায়।যার ফলে চরম দূর্ভোগে পড়তে হয় পথচারী ও পড়ুয়াদের।এই দুর্ভোগ থেকে শহরবাসীকে রেহাই দিতে দ্রুত উদ্যোগ গ্রহণ করা হবে।