জলপাইগুড়ি, ১০ জুনঃ বৃদ্ধা মাকে নিজের কাছে রাখতে নারাজ ছেলে।এই পরিস্থিতিতে উদ্দেশ্যহীন ৭০ বছর বয়সী এক মা।
জানা গিয়েছে, মঙ্গলবার রাত ৯টা নাগাদ সারাদাপল্লী সংলগ্ন তিস্তাপারে উদ্দেশ্যহীনভাবে এক বৃদ্ধাকে বসে থাকতে দেখেন স্থানীয়রা।খবর দেওয়া হয় কোতয়ালী থানায়।
পুলিশের জিজ্ঞাসাবাদে বৃদ্ধা জানান,তার নাম রুপা রায়।জলপাইগুড়ি সরকার পাড়া এলাকার বাসিন্দা।বাসা বাড়িতে কাজ করতেন তিনি।তবে বয়সের ভারে কাজ হারিয়েছেন তিনি।এদিকে বাড়িতে রেখে খাওয়াতে নারাজ ছেলে।এই পরিস্থিতিতে সারাদিন ঘোরাঘুরি করে জলপাইগুড়ি সারাদাপল্লী সংলগ্ন তিস্তাপারে বসে পড়েন তিনি।ছেলে বাড়িতে রাখবে না এরপরেও ছেলের বিরুদ্ধে পুলিশের কাছে কোন অভিযোগ জানাতে নারাজ বৃদ্ধা মা।
এরপর কোতোয়ালি থানার পুলিশ ওই বৃদ্ধাকে বাড়িতে রেখে আসলেও বুধবার সকালে বৃদ্ধার ছেলে সুনীল রায় জানিয়ে দেন তিনি নিজেই শ্বশুরবাড়ির জায়গায় থাকেন সেই কারনে মাকে সেখানে রাখতে পারবেন না।
সুনীল রায় বলেন, ‘মা প্রথম থেকেই বাইরে থাকে।আর আমার সাথেও কোন যোগাযোগ রাখেনি।তাছাড়া আমার নিজের কোনও বাড়ি নেই।থাকি শালার বাড়িতে।আমার পক্ষে মা’কে রাখা সম্ভব নয়’। একই কথা বলেছেন বৃদ্ধার নাতনি পিঙ্কি রায়। তিনি বলেন, আমাদের যা পরিস্থিতি তাতে ঠাকুমাকে রাখা সম্ভব নয়।
এই পরিস্থিতিতে বৃদ্ধাকে পৌরসভার নাইট শেল্টার হোমে রাখার ব্যবস্থা করা হচ্ছে বলে জানা গিয়েছে।