শিলিগুড়ি, ২৭ মেঃ শিলিগুড়িতে বৃদ্ধা পরিচারিকাকে মারধরের অভিযোগ উঠেছিল অধ্যাপিকা ও তার স্বামীর বিরুদ্ধে।এবার সেই পরিচারিকাকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করল দেশবন্ধুপাড়া হিমাচল সংঘের সদস্যরা। বুধবার নগদ ১০ হাজার টাকা ও কিছু খাদ্যসামগ্রী দিয়ে একটি গাড়ি ভাড়া করে তাকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করেন ক্লাবের সদস্যরা।
উল্লেখ্য, শিলিগুড়িতে বৃদ্ধা পরিচারিকার ওপর অত্যাচারের অভিযোগ উঠে শিলিগুড়ি কলেজের অধ্যাপিকা মৌমিতা মন্ডল ও তার স্বামীর বিরুদ্ধে।সোমবার ফ্ল্যাট থেকে ছুটে স্থানীয় হিমাচল ক্লাবে গিয়ে আশ্রয় নেয় ওই বৃদ্ধা এবং গোটা বিষয়টি ক্লাবের সদস্যদের জানায়।এরপরই ছুটে আসেন ক্লাবের সদস্যরা।ঘটনাস্থলে পৌছায় শিলিগুড়ি থানার পুলিশ।পরিচারিকার অভিযোগের ভিত্তিতে অনির্বাণ সরকারকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছিলেন অধ্যাপিকা এবং তার স্বামী।তারা জানিয়েছিলেন, সমস্ত অভিযোগ ভিত্তিহীন।পরিচারিকা ভারসাম্যহীন।তারা কোনভাবেই পরিচারিকার ওপর অত্যাচার করেননি।
এদিকে জানা গেছে, পরিচারিকার বকেয়া মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে থানা থেকে রেহাই পান অনির্বাণ সরকার।অভিযোগ, এরপরও ওই দম্পতি তাদের কথা রাখেনি।
এদিকে ঘটনার পর থেকেই হিমাচল সংঘের সদস্যদের তত্ত্বাবধানে ছিলেন পরিচারিকা।তার সাহায্য এগিয়ে আসে স্থানীয় কিছু সমাজসেবী মানুষ।তাদের সহযোগিতায় বুধবার বাড়ি ফেরেন তিনি।