বৃদ্ধার মুখ চেপে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার আরও এক অভিযুক্ত

শিলিগুড়ি, ১৯ নভেম্বরঃ শিলিগুড়ি সংলগ্ন জাবরাভিটায় ছিনতাইয়ের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেফতার করলো এনজেপি থানার পুলিশ।


প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঠাকুরনগরের বাসিন্দা সরস্বতী মন্ডল বাড়ি থেকে বেরিয়ে কাজের উদ্দেশ্যে অন্যত্র যাচ্ছিলেন।জাবরাভিটা এলাকায় আচমকা চারজন দুষ্কৃতী মোটরবাইকে এসে বৃদ্ধাকে আটকে মুখ চেপে ধরে।এরপরই বৃদ্ধার কানের, গলার মালা ও আংটি খুলে নিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয়।ঘটনার পরই পুলিশে অভিযোগ দায়ের করা হয়।তদন্তে নেমে অম্বিকানগর থেকে বিশ্বজিৎ চৌধুরী ওরফে বিটলাকে গ্রেফতার করে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ।শনিবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পেশ করে সাতদিনের রিমান্ডে নেওয়া হয়।এরপর আশিঘর থেকে সোমবার রুপু কর্মকার নামে আরেক অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

পুর্ব হাতিয়াডাঙ্গায় তার বাড়ি থেকে উদ্ধার হয় চুরি যাওয়া সোনার অলঙ্কার।ধৃতকে মঙ্গলবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।গোটা ঘটনার তদন্তে পুলিশ।


 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *