রাজগঞ্জ, ২৪ সেপ্টেম্বরঃ বিগত ১০ বছর ধরে ফুলবাড়ির পশ্চিম ধনতলার অসহায়-সম্বলহীন বৃদ্ধা মিনতি বর্মনের ভরণপোষণ চালিয়ে যাচ্ছেন সমাজসেবী মদন ভট্টাচার্য।বৃহস্পতিবারও বৃদ্ধার হাতে ৬ মাসের চাল, ডাল সহ অন্যান্য খাদ্যসামগ্রী তুলে দেন মদন বাবু। বাদ যায়নি প্রসাধন সামগ্রীও। যতদিন মিনতিদেবী বেঁচে থাকবেন ততদিন এভাবেই ভরণপোষণ চালিয়ে যাবেন বলে মদনবাবু জানিয়েছেন।
উল্লেখ্য, রাজগঞ্জের ফুলবাড়ি-২ গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ধনতলার বাসিন্দা মিনতি বর্মন(৬৫)। বাঁশের বেড়া দেওয়া নড়বড়ে ঘর।সেই ঘরেই তার একার সংসার।তার স্বামী মারা গিয়েছেন বহু বছর আগে। একমাত্র মেয়েকে কোনমতে বিয়ে দিয়েছেন । তৃণমূল নেতা মদনবাবু ১০ বছর থেকে তিন মাস অন্তর নিজে এসে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় জিনিস দিয়ে যান।
এছাড়াও এদিন ওই গ্রামেরই একাদশ শ্রেণির এক অসহায় ছাত্রীকে পাঠ্যপুস্তক ও আর্থিক সাহায্য করেন মদন বাবু।শিউলি রায় নামে ওই ছাত্রীর বাবা লক্ষণ রায় অনেকদিন থেকে অসুস্থ।তাই শিউলি টোটো চালানোর পাশাপাশি পড়াশোনাও চালিয়ে যাচ্ছে।মদনবাবু ওই ছাত্রীর পড়াশোনার বিষয়ে সবরকম সাহায্য করবেন বলে এদিন আশ্বাস দেন।