শিলিগুড়ি,২৮ সেপ্টেম্বরঃ কলেজের তৃতীয় বর্ষের পরীক্ষার উত্তরপত্র জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধির দাবিতে সরব তৃণমূল ছাত্র পরিষদ।এছাড়াও অনেক ছাত্রছাত্রী এখনও পর্যন্ত ভর্তির ফর্মফিলাপ করতে পারেনি তাদেরকে আরও একবার সুযোগ দেওয়ার দাবি জানানো হয়।
এই বিষয়ে আজ শিলিগুড়ি কলেজের অধ্যক্ষ সুজিত ঘোষকে একটি স্মারকলিপি প্রদান করে তৃণমূল ছাত্র পরিষদ।তাদের দাবি, দূরদুরান্ত থেকে ছাত্রছাত্রীরা এই কলেজে পড়তে আসে।করোনা আবহে যাতায়াত ব্যবস্থা সীমিত থাকায় অসুবিধায় পড়তে হতে পারে তাদের।এই কারনেই উত্তরপত্র জমার সময়সীমা বৃদ্ধির জন্য আর্জি জানায় তৃণমূল ছাত্র পরিষদ।
শিলিগুড়ি কলেজের অধ্যক্ষ সুজিত ঘোষ জানান, ছাত্রদের দাবি বিশ্ববিদ্যালয় পর্যন্ত পৌঁছে দেওয়া হবে।তিনি আরও বলেন, ছাত্রদের স্বার্থ যাতে বিঘ্নিত না হয় সেই ব্যবস্থাই নেওয়া হবে।