রাজগঞ্জ, ৫ জানুয়ারিঃ রাজগঞ্জের ভান্ডারীগছে এক অসহায় বৃদ্ধ দম্পতির পাশে দাঁড়ালেন এলাকার বাসিন্দারা। নিজেরা চাঁদা দিয়ে তৈরি করে দিলেন একটি নতুন টিনের ঘর। বৃদ্ধ দম্পতিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান সমিজুদ্দিন আহমেদও।
জানা গিয়েছে, বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের ভান্ডারিগছে বাস করেন ৭২ বছরের বৃদ্ধ সমারু মহম্মদ ও তার স্ত্রী। ওই অসহায় দম্পতির ছেলে-মেয়ে নেই। কুঁড়েঘরে বসবাস করেন তারা। বয়সের ভারে কাজ করার ক্ষমতাও হারিয়ে ফেলেছেন। সমারুবাবুর স্ত্রী মানুষের বাড়িতে কাজ করে কোনরকমে বেঁচে আছেন। অবশেষে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন এলাকার বাসিন্দারা। তারা কিছু কিছু টাকা দিয়ে বেশ কয়েক হাজার জোগাড় করেন। শুক্রবার সেই টাকা দিয়ে কংক্রিটের খুঁটি, কাঠ ও টিন দিয়ে একটি নতুন ঘর তৈরি করে দেন।
গ্রাম পঞ্চায়েত প্রধান সমিজুদ্দিন আহমেদ বলেন, এই ভান্ডারিগছ এলাকাটি আমার নির্বাচনি বুথ।ওই বৃদ্ধ দম্পতির থাকার ঘর নেই।অনেক কষ্টে বেঁচে আছেন তারা।আবাস যোজনার তালিকায় দম্পতির নাম থাকলেও কেন্দ্রীয় সরকার বরাদ্দ না করায় তারা বঞ্চিত হয়ে আছেন।তাই স্থানীয়রা একজোট হয়ে একটি টিনের ঘর তৈরি করে দিলেন। এই কাজে আমিও কিছু সাহায্য করেছি।এলাকার বাসিন্দাদের এই উদ্যোগকে সাধুবাদ জানান তিনি।