শিলিগুড়ি, ৩১ মার্চঃ শিলিগুড়ির পঞ্চনই ব্রিজের নীচে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল।
জানা গিয়েছে, এদিন সকালে কাজে যাওয়ার সময় শ্রমিকেরা ব্যক্তির মৃতদেহ দেখতে পান।এরপর খবর দেওয়া হয় পুলিশকে।খবর পেয়ে মাটিগাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে যে, মৃত ব্যক্তি মানসিকভাবে অসুস্থ ছিল।তার কোন স্থায়ী ঠিকানা ছিল না।গত কয়েকদিন ধরে পঞ্চনই ব্রিজের নীচে থাকছিল ব্যক্তি।স্থানীয়রাই ব্যক্তিকে খেতে দিতেন।অসুস্থতার কারণেই ব্যক্তির মৃত্যু হতে পারে বলে অনুমান।
ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।