ব্রিজের উদ্বোধনে বিধায়ককে বাঁধা, গণতন্ত্র হত্যা করার চেষ্টা হচ্ছে-বললেন নিশীথ প্রামানিক

শিলিগুড়ি, ৩ ডিসেম্বরঃ মাটিগাড়ার বালাসনে বেইলি ব্রিজের উদ্বোধনে বিজেপি বিধায়ককে বাঁধা দেওয়ার ঘটনায় গণতন্ত্র হত্যা করার চেষ্টা বলে তোপ দাগলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক।


তিনি বলেন, স্থানীয় বিধায়কের দায়িত্ব ও অধিকার খর্ব করা গনতন্ত্র হত্যা করার মত।তৃণমূল সরকার সবসময়ই বিরোধী দলকে আমন্ত্রণ করেননা।এটা প্রথা হিসাবে পরিচিত হয়েছে।

অন্যদিকে কলকাতা পুর ভোটে বিজেপি ভালো ফল করবে।মমতা বন্দ্যোপাধ্যায় ও আদানির সঙ্গে বৈঠক নিয়েও মুখ খোলেন তিনি।তিনি জানান, ঘটা করে শিল্পসম্মেলন হলেও কার্যত শিল্প রাজ্যে হয়নি।রাজ্যবাসী কর্মসংস্থানের জন্য ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে, বাংলায় নতুন করে শিল্প গড়ে ওঠার বিশেষ প্রয়োজন রয়েছে।


2 thoughts on “ব্রিজের উদ্বোধনে বিধায়ককে বাঁধা, গণতন্ত্র হত্যা করার চেষ্টা হচ্ছে-বললেন নিশীথ প্রামানিক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jojobetCasibom GirişJojobet GirişcasibomMeritking Girişholiganbet girişbaywingrandpashabet girişcasibom girişcasibom girişdeneme bonusuCASİBOM GÜNCELcasibom