শিলিগুড়ি, ১৪ জানুয়ারিঃ আজ মকর সংক্রান্তি।মকর সংক্রান্তি উপলক্ষে শিলিগুড়ি পুরনিগমের ৮ নম্বর ওয়ার্ডে বৃহন্নলাদের তরফে দুঃস্থদের খাবার ও কম্বল বিতরণ করা হল।
জানা গিয়েছে, প্রতি বছরের ন্যায় এবছরও মকর সংক্রান্তি উপলক্ষে ৩৫০ জনকে খাবার ও কম্বল তুলে দেন বৃহন্নলারা।
এদিন বৃহন্নলা চাঁদনী বলেন, মকর সংক্রান্তি উপলক্ষে আমাদের পুজো।এরপরই দুঃস্থদের খাবার বিতরণ করা হল।