শিলিগুড়ি, ১৭ জুলাইঃ জম্মু ও কাশ্মীরের ডোডায় জঙ্গিদের গুলিতে শহীদ দার্জিলিঙের সেনা জওয়ান ক্যাপ্টেন ব্রিজেশ থাপার পার্থিব দেহ আজ নিয়ে আসা হল।শহীদের কফিন বন্দি দেহ ফিরতেই শোকের ছায়া শহরে।
এদিন দিল্লি থেকে বিশেষ বিমানে করে বাগডোগরা বায়ুসেনার ছাউনীতে অবতরণের পর ব্যাঙডুবি সেনা ছাউনীতে শেষ শ্রদ্ধা নিবেদন করা হল শহীদ সেনা জওয়ানকে।
এদিন শহীদকে শেষ শ্রদ্ধা জানান দার্জিলিং এর সাংসদ রাজু বিস্ত, জেলাশাসক প্রীতি গোয়েল, পুলিশ সুপার প্রবীন প্রকাশ, জিটিএ চিফ এক্সিকিউটিভ অনীত থাপা, শিলিগুড়ির মহকুমাশাসক অবধ সিঙ্ঘল সহ সেনাবাহিনীর আধিকারিকেরা।আগামীকাল জওয়ানের পার্থিব শরীর দার্জিলিংয়ে নিয়ে যাওয়া হবে।সেখানে শেষকৃত্য সম্পন্ন করা হবে।
শহীদ জওয়ানের মা বাবা সহ পরিবারের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।ছেলের দেহ ফিরতেই কান্না ভেঙে পড়েন মা।শহীদ ছেলেকে শ্রদ্ধা জানিয়ে গর্বও প্রকাশ করেন মা।
অন্যদিকে পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে ফের একবার এয়ার স্টাইক দরকার এবং কেন্দ্রীয় সরকারকে কঠিন সিদ্ধান্ত নেওয়া দরকার বলে জানান দার্জিলিং এর সাংসদ রাজু বিস্ত।