দার্জিলিং, ১৯ জুলাইঃ জন্মু কাশ্মীরের ডোডায় জঙ্গীদের গুলিতে শহীদ জওয়ান ব্রিজেশ থাপার শেষকৃত্য সম্পন্ন হল আজ।
গত বুধবার শহীদের পার্থিব দেহ পৌঁছায় শিলিগুড়িতে।এরপর বৃহস্পতিবার শহীদ ব্রিজেশ থাপার পার্থিব শরীর তার পৈত্রিক বাড়ি দার্জিলিংয়ের লেবংয়ে পৌঁছায়।
আজ সকালে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হয় তার।শহীদ জওয়ানকে দেখতে প্রচুর মানুষ এদিন ভিড় জমান।চোখের জলে বীর সন্তান ব্রিজেশ থাপাকে শেষ শ্রদ্ধা জানান পরিবারের সদস্যরা থেকে উপস্থিত সকলে।