শিলিগুড়ি, ৪ মার্চঃ গীতা প্রচার সমিতি ও শক্তিগর শ্রীকেশব গোস্বামী গৌড়ীয়মঠ এর যৌথ উদ্যোগে হোলি উপলক্ষে ১০৮ জন দুঃস্থ ভক্তদের বিনামুল্যে বৃন্দাবন দর্শনের আয়োজন করা হয়েছে।মঙ্গলবার শিলিগুড়ি জার্নালিস্টস ক্লাবে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন ভক্তিবেদন্ত সজ্জন মহারাজ।
জানা গিয়েছে, আগামী ৬ মার্চ এনজেপি স্টেশন থেকে বৃন্দাবনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে ভক্তদের এবং ১৬ মার্চ শিলিগুড়িতে ফিরবেন তারা।শুধু শিলিগুড়ি নয় উত্তরবঙ্গের বিভিন্ন যায়গার ভক্তদের নিয়ে যাওয়া হবে বলে জানান তিনি।