শিলিগুড়ি, ২৮ জুলাইঃ লাগাতার বৃষ্টিতে জলস্তর বেড়েছে মহানন্দা নদীর। গতকাল রাতের একটানা বৃষ্টিতে নৌকাঘাট সংলগ্ন মহানন্দা নদীতে বাঁধের বেশকিছু অংশ তলিয়ে গেছে জলে। ফলে ব্যাহত হয়েছে নৌকা চলাচল।
ওই এলাকায় মহানন্দা নদীর ওপারে রয়েছে কলাবস্তি, সেখানে কয়েক হাজার মানুষের বসবাস। যাতায়াতের একমাত্র ভরসা নৌকা। তবে জলে নৌকাসহ ভাসিয়ে নিয়ে গেছে নৌকা পারাপারের ঘাট। যার ফলে বন্ধ রয়েছে নৌকা চলাচল।
বর্তমানে কিভাবে পারাপার করবেন তা নিয়ে চিন্তিত গ্রামবাসীরা। স্থানীয় এক নৌকা চালক তপন সাহা জানান, জলের তোরে ভেঙেছে নৌকাঘাট থেকে শুরু করে বাঁধের বিস্তীর্ণ অংশ। অবিলম্বে সরকারের পক্ষ থেকে যদি বাঁধ মেরামতির কোনরকম উদ্যোগ গ্রহণ না করা হয় তাহলে পার্শ্ববর্তী শুধু বসতী নয়,এসজেডি এর একটি প্রকল্পও জলের তলে চলে যাবে বলে আশঙ্কা করেন তিনি।