রাজগঞ্জ, ২০ অক্টোবর: প্রবল বর্ষণের জেরে রাতের ঘুম উড়েছে রাজগঞ্জের তিস্তার চরের বাসিন্দাদের। দুদিন থেকে লাগাতার বর্ষণের পাশাপাশি পাহাড়ে অতিভারী বৃষ্টির জন্য ফুলে-ফেঁপে উঠেছে তিস্তা নদী। কার্যত বিপদ সীমার উপর দিয়ে বইছে তিস্তা নদীর জল। যে কোনো সময় দু’কূল ভাসিয়ে বসতি এলাকা প্লাবিত করতে পারে।
গজলডোবা এলাকায় তিস্তার চরে কয়েক হাজার পরিবার বসবাস করে। বহু বছর তারা বর্ষাকালে প্লাবিত হয়েছে। সেই ঘটনা তাদের স্মৃতি থেকে মুছে যায়নি। কিন্তু দুদিন থেকে পাহাড়ে অতিভারী বৃষ্টির জন্য ফুলে-ফেঁপে উঠেছে তিস্তা নদী। ফলে চাপ বেড়েছে গজলডোবা তিস্তা ব্যারেজে। জলের চাপ কমাতে ব্যারেজের গেট খুলে দেওয়া হলে প্লাবিত হতে পারে বিস্তীর্ণ বসতি এলাকা।
স্থানীয় বাসিন্দারা জানান, বেশ কয়েক বছর থেকে তারা এত বৃষ্টি দেখেননি। নদীতে যত জল বেড়েছে তাতে ব্যারেজের গেট খুলে দেওয়া হলে ফসলের ক্ষতি হওয়ার পাশাপাশি প্রচুর বাড়ি জলমগ্ন হয়ে যাবে।