কালচিনি ১৬ জুনঃ প্রবল বৃষ্টির জেরে আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের তরিবাড়ি এলাকায় ভেঙে গেলো ভুটানের সীমানা প্রাচীর।যার জেরে ভুটানের পাহাড়ের জল তরিবাড়ি গ্রামে প্রবেশ করে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
জানা গিয়েছে, অনবরত বৃষ্টির জেরে বুধবার রাতে ভেঙে যায় প্রায় ২০০ মিটারের সীমানা প্রাচীর।পাহাড়ের জল প্রবেশ করে ফুলে ফেঁপে উঠেছে ঝোরা সহ এলাকার যোগীখোলা, গোবরজদি ও অন্যান্য পাহাড়ি নদী।ক্ষতিগ্রস্থ হয়ে পড়েছেন এলাকার বাসিন্দারা।