শিলিগুড়ি, ১৭ সেপ্টেম্বরঃ লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ একজনকে গ্রেফতার করল স্পেশাল অপারেশন গ্রুপ(এসওজি) এবং ভক্তিনগর থানার পুলিশ।ধৃতের নাম জমীল আফতাব।
জানা গিয়েছে, গোপন সূত্রে এসওজি এর কাছে খবর আসে এক যুবক প্রচুর পরিমাণে ব্রাউন সুগার পাচার করার উদ্দেশ্যে রয়েছে।এরপরই ভক্তিনগর থানা পুলিশের সহযোগিতায় স্পেশাল অপারেশন গ্রুপ ৪৩ নম্বর ওয়ার্ডের চান্ডাল মোড়ের পাশে অভিযান চালিয়ে ওই যুবককে আটক করে।তল্লাশি চালিয়ে যুবকের কাছ থেকে উদ্ধার হয় ২৫০ গ্রাম ব্রাউন সুগার।
পুলিশ সূত্রের জানা গিয়েছে, উদ্ধার হওয়া ব্রাউন সুগারের বাজারমূল্য তিন লক্ষ ৭৫ হাজার টাকা।অভিযুক্তের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টের আওতায় মামলা দায়ের করে তাকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে।