শিলিগুড়ি, ২৬ জুলাইঃ অভিযান চালিয়ে কোটি টাকার মাদক উদ্ধার করল এসওজি এবং বাগডোগরা থানার পুলিশ।ধৃতের নাম চন্দন কুমার।বিহারের বাসিন্দা।
জানা গিয়েছে, অভিযুক্ত চন্দন কুমার বিহার নম্বরের একটি চার চাকা গাড়িতে করে মালদা থেকে ২ কিলো ৩০০ গ্রাম ব্রাউন সুগার নিয়ে শিলিগুড়িতে পাচারের উদ্দেশ্যে আসছিল।এই খবর পেয়েই এসওজি এবং বাগডোগরা থানার পুলিশ সাদা পোশাকের পুলিশ বাগডোগরা বিমানবন্দর সংলগ্ন আর্মি ক্যাম্প এলাকায় অভিযান চালায়।এরপর গাড়িটি ক্যাম্প সংলগ্ন এলাকায় পৌঁছাতেই গাড়িটিকে দাঁড় করিয়ে তল্লাশি নেয় এসওজি আধিকারিকেরা।তল্লাশি চালিয়ে গাড়ির ডিকিতে থাকা একটি ব্যাগে ব্রাউন সুগারের ৩টি প্যাকেট পাওয়া যায়।৩টি প্যাকেটে ২ কিলো ৩০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে।
উদ্ধার হওয়া ব্রাউন সুগারের বাজারমূল্য কোটি টাকা।ঘটনার পরই গ্রেফতার করা হয় গাড়ির চালক চন্দন কুমারকে।ডেপুটি ম্যাজিস্ট্রেটের তত্বাবধানে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।