খড়িবাড়িতে ব্রাউন সুগার ও লক্ষাধিক টাকা সহ গ্রেফতার দুই মহিলা

খড়িবাড়ি, ৫ জানুয়ারিঃ মাদক কারবার রুখতে তৎপর পুলিশ।ব্রাউন সুগার ও লক্ষাধিক টাকা সহ গ্রেফতার দুই মহিলা।ধৃত দুই মহিলার নাম রজনী গিরি (৩০) এবং রিয়া দাস (২৯)।দুজনেই খড়িবাড়ির গৌরসিংজোতের বাসিন্দা।


জানা গিয়েছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে খড়িবাড়ির ভারত-নেপাল সীমান্তের গৌরসিং জোতে অভিযান চালিয়ে ১৯ গ্রাম ব্রাউন সুগার ও ৪ লক্ষ ৭০ হাজার ৫০০ টাকা উদ্ধার করে পুলিশ।ঘটনায় গ্রেফতার দুই মহিলাকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে।

গোটা ঘটনার তদন্তে খড়িবাড়ি থানার পুলিশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasicasibom 726Onwincasibom girişcasibomholiganbetbets10onwin girişcasibomJOJO BET