শিলিগুড়ি, ২৪ ডিসেম্বরঃ লক্ষাধিক টাকার ব্রাউন সুগার ও নগদ টাকা সহ এক মহিলাকে গ্রেফতার করলো মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ।
জানা গিয়েছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় মাটিগাড়ার বিশ্বাস কলোনি এলাকায় একটি বাড়িতে অভিযান চালায় পুলিশ।অভিযানের সময় খাটের নীচে লুকিয়ে রাখা ১০৩ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়।পাশাপাশি ঘটনাস্থল থেকে ৫ লক্ষ ৩০ হাজার নগদ টাকাও উদ্ধার করা হয়েছে।
পুলিশের প্রাথমিক অনুমান, এই নগদ টাকা মাদক পাচারের সঙ্গে জড়িত।ঘটনায় গ্রেফতার করা হয় এক মহিলাকে।ধৃত মহিলার নাম নাজিরা খাতুন(২৬)।
পুলিশ সূত্রে খবর, মহিলা তার বাড়ি থেকেই ব্রাউন সুগারের ব্যবসা চালাচ্ছিল।ধৃত মহিলাকে আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।
