আলিপুরদুয়ার, ২৭ নভেম্বরঃ ভুটানে পাচারের আগে ২৫০ গ্ৰাম ব্রাউন সুগার সহ চারজনকে গ্ৰেফতার করল জয়ঁগা থানার পুলিশ।ধৃতদের বুধবার আলিপুরদুয়ার কোর্টে পাঠানো হয়েছে।
জানা গিয়েছে, ধৃত চারজন শিলিগুড়ি থেকে ব্রাউন সুগার নিয়ে ছোটো গাড়ি করে জয়ঁগাতে প্রবেশ করার সময় জয়ঁগা জিএসটি মোড় এলাকায় পুলিশ তাদের আটক করে।তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে উদ্ধার হয় ২৫০ গ্রাম ব্রাউন সুগার।এরপরই গ্রেফতার করা হয় ৪ জনকে।
সুত্রের খবর, ব্রাউন সুগার ভুটানে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছিল।ধৃতরা জয়ঁগা ও তার পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা।গোটা ঘটনার তদন্তে পুলিশ।