নকশালবাড়ি, ১৯ মার্চঃ ব্রাউন সুগার পাচারের আগে এক মহিলা সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করলো বাগডোগরা থানার পুলিশ।ধৃত মহিলার নাম তসলিমা খাতুন নকশালবাড়ির তোতারামজোতের বাসিন্দা এবং মহম্মদ আনসারুল ফাঁসিদেওয়ার মালগছ এলাকার বাসিন্দা।
জানা গিয়েছে, মালদা থেকে ব্রাউন সুগার এনে নকশালবাড়িতে পাচারের ছক কষেছিল পাচারকারীরা।কিন্তু তার আগেই বাগডোগরার সিঙ্গীজোড়া মোড় থেকে গ্রেফতার করা হয় দুজনকে।দুজনের তল্লাশি নেওয়া হলে মহিলার কাছে থাকা টিফিন বক্স থেকে উদ্ধার হয় ১০৩ গ্রাম ব্রাউন সুগার।এছাড়াও দুটি মোবাইল ফোন, পরিচয় পত্র ও নগদ অর্থ উদ্ধার করেছে বাগডোগরা থানার পুলিশ।
ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টের আওতায় মামলা রুজু করা হয়েছে।আজ তাদের শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়।গোটা ঘটনার তদন্তে বাগডোগরা থানার পুলিশ।