শিলিগুড়ি, ২০ সেপ্টেম্বরঃ ১৬০ গ্রাম ব্রাউন সুগার সহ একজনকে গ্রেফতার করল স্পেশাল অপারেশন গ্রুপ(এসওজি)।ধৃতের নাম তাপস সরকার।
জানা গিয়েছে, স্পেশাল অপারেশন গ্রুপের কাছে খবর আসে যে প্রধাননগর থানার অন্তর্গত সমরনগর এলাকার বাসিন্দা তাপস সরকার গত কয়েকমাস ধরে মাদক দ্রব্য কেনাবেচার কাজ করছে।এই খবরের ভিত্তিতে এসওজি টিম ক্রেতা সেজে তাপস সরকারের সঙ্গে যোগাযোগ করে।এরপর মাদক ডেলিভারি করতে মাল্লাগুড়ি পৌছতেই প্রধাননগর থানা পুলিশের সহযোগিতায় এসওজি টিম অভিযুক্ত তাপস সরকারকে গ্রেফতার করে।
ধৃতের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টের আওতায় মামলা দায়ের করে আজ তাকে শিলিগুড়ি আদালতে তোলা হয়েছে।